কবিগুরু বাংলা ও বাঙালির অহংকার

শিল্পকলার অনুষ্ঠানে বক্তারা

| সোমবার , ৯ মে, ২০২২ at ৬:১৯ পূর্বাহ্ণ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের উদ্যোগে গতকাল রোববার এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহরুফ উল্লাহ মারুফ। জেলা শিল্পকলা একাডেমির কাযনির্বাহী সদস্য জেসমিন সুলতানা পারুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কাযনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু।

স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার মো. মোসলেম উদ্দিন। বক্তারা বলেন কবিগুরু বাংলা ও বাঙালির অহংকার। অসাধারণ সব সাহিত্যকর্ম দিয়ে তিনি বিস্তৃত করেছেন বাংলা সাহিত্যের পরিসর। অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমিসহ সমবেত সঙ্গীত পরিবেশন করে অভ্যুদয় সঙ্গীত অংগন। দলীয় নৃত্য পরিবেশন করেন ওড়িসি টেগোর এন্ড ডান্স মুভমেন্ট সেন্টার।

একক সঙ্গীত পরিবেশন করেন কাবেরী সেনগুপ্তা, মো. মোস্তফা কামাল, আইরিন সাহা, শ্বাশতী তালুকদার, লাকী দাশ, শ্রেয়সী রায়, আবদুর রহিম, অনিন্দিতা মুৎসুদ্দী, শিবিকা পাল ও পূজা বনিক। একক আবৃত্তি পরিবেশন করেন কঙ্কন দাশ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শ্রাবনী দাশগুপ্তা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিন্ডিকেট চক্র থেকে ভোজ্যতেলের বাজারকে রক্ষার আহ্বান সুজনের
পরবর্তী নিবন্ধজিয়ার নামে চট্টগ্রামে কোনো জাদুঘর থাকতে পারে না