কবর খুঁড়ে লাশ চুরির চেষ্টা

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ২৪ মার্চ, ২০২৫ at ৫:৫১ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় কবর খুঁড়ে লাশ চুরির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার দুপুরে উপজেলার পদুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তেওয়ারীখিল এলাকায় কবরস্থানের এক কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পান স্থানীয়রা। জানা যায়, গত ২৫ দিন আগে একই এলাকার একরামুল হকের স্ত্রী তাহেরা বেগম (৫৫) ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। ঘটনার দিন তেওয়ারীখিল মিশকাতুন্নবী (.) দাখিল মাদ্‌রাসা মসজিদে নামাজ আদায় শেষে পার্শ্ববর্তী কবরস্থানে স্বজনদের কবর জেয়ারত করতে যান স্থানীয়রা। এই সময় এক নারীর কবর খোঁড়া অবস্থায় দেখতে পেয়ে স্বজনদের খবর দেয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ কাউছার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কবরস্থ ওই নারী তার চাচাতো ভাবী। ধারণা করা হচ্ছে, রাতের যে কোনো সময় লাশের কংকাল বা কাফনের কাপড় চুরি করার জন্য কবর খুঁড়েছিল চোরেরা। আশপাশে লোকজনের আনাগোনা দেখে আর কাঠের বক্সের ভেতর লাশ থাকায় চোরেরা ব্যর্থ হয়। কবর খুঁড়ে রাখা মাটির উপর মানুষের পায়ের চাপও দেখা গেছে। এলাকায় এই ধরনের ঘটনা কোনোদিন ঘটেনি। পরে স্বজনরা খোঁড়া কবরের মাটি পুণরায় চাপা দেয় বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধআগ্রাবাদে সড়ক অবরোধ করে মহিলা পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধঢাকায় স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহার ৯ এপ্রিল