প্রায় তিন বছর আগে না ফেরার দেশে পাড়ি জমান মিষ্টি মেয়েখ্যাত কিংবদন্তি অভিনেত্রী কবরী। মৃত্যুকালে অসমাপ্ত রেখে গিয়েছিলেন তার সর্বশেষ সিনেমা ‘এই তুমি সেই তুমি’র কাজ। সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছিলেন তিনি। এমনকি গানও লিখেছিলেন। কিন্তু অভিনেত্রী মারা যাওয়ার এতদিনেও মুক্তির মুখ দেখেনি সিনেমাটি। ধারণা করা হচ্ছিলো অসম্পূর্ণই থেকে যাবে এটি।
অবশেষে জানা গেল, আগামী বছর রোজার ঈদে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। অভিনেত্রীর ছেলে শাকের চিশতী বলেন, সিনেমাটি মুক্তি দেয়ার তাড়া ছিল আম্মুর। তাই করোনার মধ্যেই শুটিং করছিলেন। কিন্তু দুইদিনের শুটিং বাকি থাকা অবস্থায় তিনি মারা যান।
অনেকদিন আগেই সিনেমাটি শেষ করার ইচ্ছা ছিল। কিন্তু নানা জটিলতায় কাজ শুরু করতে দেরি হয়। এখন প্রায় শেষ করে এনেছি কাজ। সামনের ঈদে সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা করছি। উল্লেখ্য, ২০১৮–১৯ অর্থবছরে সরকারি অনুদান পায় সিনেমাটি।
এর গল্পে দু’টি সময়কে তুলে ধরা হয়েছে। বর্তমান সময়ের পাশাপাশি উঠে এসেছে মহান মুক্তিযুদ্ধের সময়ের কথাও। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন নিশাত নাওয়ার সালওয়া ও রায়হান রিয়াদ। সিনেমায় কবরীর লেখা গানটি গেয়েছেন ইমরান ও কোনাল। এছাড়াও সিনেমায় সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। পরিচালনার পাশাপাশি সিনেমার কাহিনী, চিত্রনাট্য ও সংলাপও লিখেছিলেন কবরী।