লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে বোয়ালখালীতে জন্মগ্রহণকারী সদ্যপ্রয়াত চিত্রনায়িকা কবরীর স্মৃতি চিহ্ন সংরক্ষণের দাবি জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার স্মৃতিচিহ্ন পরিদর্শনকালে উপরোক্ত দাবি জানানো হয়।
এসময় শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে চট্টগ্রাম তথা বোয়ালখালীতে তাঁর নামে যেকোনো একটা স্থানে সড়কের নামকরণ করার জন্য জোর দাবি জানান।
পরিদর্শনকালে শিল্পী গোষ্ঠীর সভাপতি প্রণব রাজ বড়ুয়া, পরিচালক ও সাধারণ সম্পাদক বিপ্লব জলদাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক এসকান্দর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মাহফুজ রকি, সদস্য শরীফুল হক, কবরী সারোয়ারের আত্মীয় বাবুল পাল প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।