মাত্র ২৪৫ রানের লক্ষ্য। শুরুটাও ছিল স্বপ্নের মতো; ১৬ ওভারে স্কোরবোর্ডে ১০০ রান, হাতে ছিল ৯ উইকেট। কিন্তু এরপরই যেন ঝড় বয়ে যায় বাংলাদেশ ইনিংসে। একে একে ধসে পড়ে ব্যাটিং লাইনআপ, মাত্র ২৫ রানের ব্যবধানে ৯ উইকেট হারিয়ে শেষ হয়ে যায় ইনিংস। সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে ৭৭ রানের বড় ব্যবধানে হারে মেহেদী হাসান মিরাজের দল। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এসে হতাশা লুকাতে পারেননি ডানহাতি পেসার তাসকিন আহমেদ। হঠাৎ ঘটে যাওয়া ব্যাটিং বিপর্যয়ে তিনি নিজেও যেন কিংকর্তব্যবিমূঢ়। বলেন, ‘অবশ্যই আমরা এমন কিছু আশা করিনি। আমরা খুব ফুরফুরে মেজাজে ছিলাম, কফি খাচ্ছিলাম, চিল করছিলাম। কিন্তু মুহূর্তেই দেখি পাঁচ উইকেট পড়ে গেছে।’ তবে হারের পরও আশাবাদী তাসকিন। সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ঝরেছে তার কণ্ঠে, ‘আমি জানি সমর্থকরা চায় আমরা ভালো করি। আমরাও চাই ভালোই করতে। এমন ফলাফলের পর কেউই হোটেলে ফিরে শান্তিতে ঘুমাতে পারবে না। খারাপ লাগবেই। আমরা চেষ্টা করছি।’ সমর্থকদের কাছে দুঃখ প্রকাশও করেন তিনি, ‘সমর্থকদের সরি বলছি, সহজ ম্যাচটা দুর্ভাগ্যজনকভাবে হেরে গেছি।’ হতাশার মাঝেও ভবিষ্যতের স্বপ্ন বুনছেন তাসকিন, ‘আমরা সব সমস্যা দ্রুত কাটিয়ে উঠব। আমরা ভালো জয় উপহার দেব। স্বপ্ন দেখা ছাড়া তো সামনে এগোনো যায় না। আমরা কষ্ট করছি। ’ বাংলাদেশ দল যে এতটা খারাপ নয়, সেটিও মনে করিয়ে দিতে ভুল করেননি এই পেসার। বলেন, ‘আপনারা জানেন, আমরা কেমন দল। আমরা যেভাবে উইকেট হারিয়েছি, আমরা এতটাও বাজে দল না। আমাদের সবারই ভালো খেলার সামর্থ্য আছে।’ সেই সামর্থ্যের প্রমাণ দেওয়ার সুযোগ খুব কাছেই। আগামী ৫ জুলাই সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি এখন বাংলাদেশের জন্য একরকম ফাইনাল। কারণ ম্যাচটিতে হারলেই হাতছাড়া হবে সিরিজ।