কফিল উদ্দিনের নামে বাকলিয়া ডিসি সড়কের নামকরণের দাবি

সেক্টর কমান্ডারস ফোরামের স্মরণ সভা

| মঙ্গলবার , ২১ ডিসেম্বর, ২০২১ at ১০:৫৩ পূর্বাহ্ণ

নীতি, আদর্শ ও সততার প্রশ্নে আজীবন আপোষহীন দেশপ্রেমিক নেতা কফিল উদ্দিনের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। স্বাধিকার আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধসহ চট্টগ্রামের উন্নয়ন আন্দোলনের বলিষ্ঠ সংগঠক কফিল উদ্দিনের মত সৎ ও ত্যাগী নেতা বর্তমান সময়ে রাজনীতিতে বিরল। ৭১ এর মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে দেশব্যাপী চলমান আন্দোলন-সংগ্রামে তিনি ভূমিকা রেখেছেন। গত রবিবার বাকলিয়াস্থ মিয়ার বাপের বাড়ীর মাঠে সেক্টর কমান্ডার্স ফোরাম চট্টগ্রাম জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে প্রাক্তন সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা এম. কফিল উদ্দিনের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বক্তারা একথা বলেন। সংগঠনের সভাপতি নুরুল আলম মন্টুর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী।
প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার। আলোচনায় অংশ নেন মো. সেলিম চৌধুরী, ড. ওমর ফারুক রাসেল, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, মোহাম্মদ কামাল উদ্দিন, নুরুল হুদা চৌধুরী, নাজিম উদ্দিন, মঈনুল আলম খান, দীপন দাশ, সোহেল ইকবাল, মো. হোসেন চৌধুরী সাদ্দাম, আমিনুল ইসলাম আজাদ, নিজাম উদ্দিন আহাদ, মাহিদুল আলম সাইমুন, শাহাদাত টিপু, রবিউল ইসলাম সজীব ও পরিবারের পক্ষে তার সন্তান সাহেদ মুরাদ সাকু প্রমুখ। সভায় বক্তারা সম্প্রসারিত বাকলিয়া ডিসি রোড মুক্তিযোদ্ধা কফিল উদ্দিনের নামে নামকরণের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধআজ গফুর হালী স্মরণানুষ্ঠান
পরবর্তী নিবন্ধন্যাশনাল বিডি-স্টিম প্রতিযোগিতায় চুয়েটের সাফল্য