দীর্ঘ দর–কষাকষির পর সমঝোতায় পৌঁছেছে কপ২৯। বিশ্বের ধনী দেশগুলো প্রতিশ্রুতি দিয়েছে, জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে অভিযোজন প্রস্তুতির জন্য প্রতিবছর ৩০০ বিলিয়ন ডলার দেবে তারা। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের শেষদিন শনিবার এই রেকর্ড অর্থায়নের চুক্তির বিষয়ে বিশ্বের প্রায় ২০০ দেশের প্রতিনিধিরা ঐকমত্যে পৌঁছান। খবর বিডিনিউজের।
এবারের জলবায়ু সম্মেলন শেষ হওয়ার কথা ছিল শুক্রবার। কিন্তু জলবায়ু তহবিলে অর্থায়ন নিয়ে সমঝোতা না হওয়ায় নির্ধারিত সময়ের পরও টানা ৩৩ ঘণ্টা দর কষাকষি চলে। এক পর্যায়ে আলোচনা ভেস্তে যাওয়ারও উপক্রম হয়। জাতিসংঘের জলবায়ু বিষয়ক সংস্থার প্রধান সাইমন স্টিয়েল বলেন, এটা ছিল কঠিন এক যাত্রা।
তবে শেষ পর্যন্ত আমরা একটি সমঝোতায় পৌঁছাতে পেরেছি। তবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের বিষয়ে গতবারের জলবায়ু সম্মেলনের আহ্বানের ওপর ভিত্তি করে নতুন কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে বাকুর কপ২৯। বর্তমানে ধনী দেশগুলো প্রতিবছর জলবায়ু তহবিলে ১০০ বিলিয়ন ডলার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।