কপোত খেলাঘর আসরের সাংস্কৃতিক অনুষ্ঠান

| মঙ্গলবার , ২৩ ডিসেম্বর, ২০২৫ at ১০:৫৩ পূর্বাহ্ণ

কপোত খেলাঘর আসরের সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সংগঠনের আগ্রাবাদ কার্যালয় প্রাঙ্গণে সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফরিদ আহমেদ বাবু। মো. নাছির উদ্দিনের সঞ্চালনায় অতিথি ছিলেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সহসভাপতি কবি আশীষ সেন, অঞ্চল চৌধুরী, সাধারণ সম্পাদক মোরশেদুল আলম, মৈত্রী খেলাঘর আসরের ভারপ্রাপ্ত সভাপতি মো. মিজানুর রহমান ইউনুছ, খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সাংস্কৃতিক সম্পাদক সাবিকুন ঝরনা, কপোত খেলাঘর আসরের শাহ আলম প্রমুখ। বক্তব্য দেন শেখ ফয়জুর রব মুন্না, সাজ্জাদ হোসেন, ফয়সাল আহাম্মদ, মিরাজ হোসেন আবির, আব্দুল্লাহ আল মামুন, ফারজানা আক্তার আশা, ফারদিন ইসলাম, তানবিনা আলম, ফাতেমা প্রমুখ।

বক্তারা বলেন, শিশুকিশোরদের পড়ালেখার পাশাপাশি সাংস্কৃৃতিক চর্চায় মনোনিবেশ করতে হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করেন আয়েশা জামাল ও রাহেলা করিম। অনুষ্ঠানে ৭টি ইভেন্টে ১ম, ২য় ও ৩য় স্থান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বিজয় দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচে অংশগ্রহণকারী দলের হাতে ট্রফি বিতরণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৩ বিভাগের ৯ জন বিজয়ীকে পুরস্কার এবং ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ২৫ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় জুলাই শহীদের ভাইকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা, আসামি ১৬ জন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার সাংস্কৃতিক অনুষ্ঠান আজ