আমাদের সমাজে ছেলেদের উচ্চশিক্ষিত করার ক্ষেত্রে যে আগ্রহ ও প্রচেষ্টা দেখা যায়, মেয়েদের বেলায় তা একেবারেই নগণ্য। অথচ আজকে উন্নত বিজ্ঞান ও প্রযুক্তির যুগে ছেলেদের মতো মেয়েরাও কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। যদি কন্যা সন্তানকে ও ছেলে সন্তানের মতো গুরুত্ব দিয়ে যথাযথ শিক্ষা ও উপযুক্ত পরিবেশে মানুষের মতো মানুষ করা যায়, তবে ব্যক্তি যে স্বপ্ন নিয়ে ছেলে সন্তান কামনা করেন, কন্যা সন্তানকে দিয়েও সেই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব। তাই ছেলে সন্তান জন্ম না নিয়ে মেয়ে সন্তান জন্ম নিলে হতাশ হওয়ার কারণ নেই কেননা, প্রতিটি সন্তানই বাবা-মায়ের জন্য শ্রেষ্ঠ উপহার।
– নজরুল ইসলাম অপু, বহদ্দার বাড়ি, বহদ্দারহাট, চট্টগ্রাম