যে কন্যা পরিবারের আশীর্বাদ তাঁকে মন ছোট করে দেখার কিছুই নেই জন্মের পরে, আমাদের সমাজে পিতামাতার মৃত্যুর পর কন্যা সন্তানই হৃদয় বিদারক কান্না করে, ছেলে সন্তান কান্না করলে লোকে বলে মেয়েলি স্বভাব, আসলে কি তাই? আমাদের সমাজে কন্যা সন্তানকে বোঝা বলে মনে করে, কারণ সামাজিক যোগাযোগমাধ্যম নজরদারি ঠিক না বলে এমনটি মনে হয়। আমি মনে করি কন্যা সন্তানের মাতাপিতা হওয়া সৌভাগ্যের প্রসূতি, কথায় আছে ‘কন্যা সন্তান যার তাঁর আছে প্রাণ’। বিশ্বের সবচেয়ে ধনকুবের, ক্ষমতা ধর লোকদেরই কন্যা সন্তানের জনক জননী, যেমন বিলগ্যাটস, জর্জ বুশ, ওবামা আরও অনেকের ধনকুবেরের কন্যা সন্তান রয়েছে। বিশ্বের সব কন্যা সন্তানদের জন্য রইল অনাবিল আনন্দের বার্তা।











