একমাত্র কন্যার জন্ম নিবন্ধন করা হলো না প্রকৌশলী পাপন বড়ুয়ার। আর কোনোদিন বেড়ানো হবে না স্ত্রী সন্তানকে নিয়ে। নানা ইস্যুতে নিজের ফেসবুক পেইজে দেখা যাবে না সরব উপস্থিতি। গতকাল বুধবার সদা প্রাণ চঞ্চল প্রকৌশলী পাপন বড়ুয়া (৪০) রাউজান উপজেলায় এক সড়ক দুঘর্টনায় মারা গেছেন।
জানা যায়, নিহত পাপন বড়ুয়া উপজেলার বাগোয়ান ইউনিয়নের সংঘ বোধি বড়ুয়ার সন্তান। তিনি শিল্প গ্রুপ পিএইচপির একটি প্রতিষ্ঠানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে চাকরি করতেন। গতকাল সকালে শহরের বাসা থেকে সিএনজি অটোরিকশা করে একমাত্র মেয়ে ত্রয়ী বড়ুয়ার জন্মনিবন্ধন করার কাজে নিজ ইউনিয়নে আসছিলেন। এ সময় তাদের গাড়িটি নোয়াপাড়া ইউনুচ গ্যাস পাম্পের কাছে এলে বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি হিউম্যান হলারের (যাত্রীবাহী টেম্পো) সাথে মুখামুখি সংঘর্ষ হয়। এই দুঘর্টনায় ঘটনাস্থলে পাপনের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। তাদের মধ্যে রয়েছেন অটোরিকশা চালক মুহাম্মদ লেদু হাসান (৫০), যাত্রী মুহাম্মদ জয়নাল (৪০) ও টেম্পো যাত্রী জাহানারা খাতুন (৬৫)। অন্য এক ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এলাকার মানুষের কাছে বিনয়ী হিসেবে পরিচিত পাপন বড়ুয়া গত ১৪ ফেব্রয়ারি নিজের ফেসবুক পেইজে স্ত্রী-সন্তানকে নিয়ে বেড়ানোর সর্বশেষ ছবি পোস্ট করেছিলেন। একই দিনে পোস্ট করেছিলেন ভালবাসা দিবসকে নিয়ে তার অন্যরকম অনুভূতি। এতে তিনি নিজ স্কুলের প্রয়াত নন্দী স্যারের নীতি আদর্শের প্রতি শ্রদ্ধা নিবেদন করে লেখেছিলেন, ‘আজ ভালোবাসা দিবস। বছরের ৩৬৫ দিনে প্রয়াই প্রতিটি দিনই কোনো না কোনো দিবস থাকে। দিবসগুলোর মূল উদ্দেশ্য থাকে উক্ত দিবস/বিষয়বস্তুর উপর সচেতনতা সৃষ্টি করা। যেমন ভোক্তা অধিকার দিবস, নিরাপদ সড়ক দিবস, কুষ্ঠ দিবস ইত্যাদি ইত্যাদি। ভালোবাসার জন্য দিবস মানে আমার কাছে নন্দী স্যারের (বর্তমানে প্রয়াত) ঝঃধহফ ঁঢ় থিউরির জোড় করে সন্মান দেখানোর মত।
দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে রাউজান থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, আহতদের বিষয়ে খবরাখবর নেয়া হচ্ছে। দুঘর্টনা কবলিত দুটি গাড়ি পুলিশের হেফাজতে আছে।