কন্ঠে তোমার গান

দীপান্বিতা পালিত | বুধবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:০৩ পূর্বাহ্ণ

কে আবার বাজায় বাঁশি “

মায়ের কাছেই শোনা

সেদিন থেকেই তোমার গানে

সুরের স্বপ্ন বোনা

 

অন্ধকারের আগল ঠেলে

দেখিয়ে ছিলে আলো

দরদি কন্ঠে জানিয়ে ছিলে

সবারে বাসরে ভালো “

 

চৈতালী চাঁদনি রাতে”

ভাসিয়ে ছিলে তুমি

তোমার গানে ভক্তি ও প্রেম

দুচোখে জন্মভূমি।

 

নয়ন ভরা জলে গো তোমার “

কন্ঠে তোমার গান

প্রণাম তোমায় ,বিদ্রোহী কবি

শ্রদ্ধা ও সম্মান।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপাহাড়িয়া