“কে আবার বাজায় বাঁশি “
মায়ের কাছেই শোনা
সেদিন থেকেই তোমার গানে
সুরের স্বপ্ন বোনা
অন্ধকারের আগল ঠেলে
দেখিয়ে ছিলে আলো
দরদি কন্ঠে জানিয়ে ছিলে
“সবারে বাসরে ভালো “
“চৈতালী চাঁদনি রাতে”
ভাসিয়ে ছিলে তুমি
তোমার গানে ভক্তি ও প্রেম
দুচোখে জন্মভূমি।
“নয়ন ভরা জলে গো তোমার “
কন্ঠে তোমার গান
প্রণাম তোমায় ,বিদ্রোহী কবি
শ্রদ্ধা ও সম্মান।