সঙ্গীতশিল্পী রাহী, যার পুরো নাম আজাদ রাহী। এই গুণী শিল্পীর জন্মদিন আজ। ১৯৯২ সালের ৩ ডিসেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তিনি। নিজের প্রথম মৌলিক গান ‘অন্ধকার’ টাইটেল গান দিয়ে আলোচনায় আসেন। একে একে জনপ্রিয়তার শীর্ষে আসেন। আজাদ রাহী চট্টগ্রামের চর চাক্তাই উচ্চ বিদ্যালয় এবং ইসলামিয়া কলেজে পড়াশোনা করেছেন। ২০১৫ সালে রাহী গানের জগতে পা রাখেন।
২০১৯ সালে তাঁর প্রথম মৌলিক গান ‘অন্ধকার’ মুক্তি পায়, যে গানটিতে কন্ঠ দিয়েছিলেন সেনীজ এবং গানটি রাতারাতি ভাইরাল হয় সোশাল জগতে। ইউটিউবে প্রায় ৮০ লাখের মত ভিউ হয়েছে গানটি। তার দ্বিতীয় মৌলিক গান আভরাল সাহির ফিচারিং আজাদ রাহী “একজন ছিলো” বের হয় ২০২০ সালে। তার তৃতীয় মৌলিক গান ‘দুজন হেরে যাই’ বের হয় ২০২১ সালে। যে গানটিতে কন্ঠ দিয়েছিলেন পারশা। গানের কথা ছিলো এম এ আলম শুভর লিখা।
আজাদ রাহীর সব গানের সংগীত পরিচালনা করেন তার নিজের আপন বড় ভাই আভরাল সাহির এবং গানটি ছিলো তাহসান খান ও তানজিন তিশা অভিনীত নাটকে। তাঁর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে, অন্ধকার, একজন ছিলো, অন্ধবিশ্বাস, দুজন হেরে যাই সহ আরো অসংখ্য গান।