কন্টেনার খালাসকালে প্রাইমমুভারের চালক আহত

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৮ আগস্ট, ২০২৫ at ৭:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনালের ৪ নম্বর জেটিতে কন্টেনার খালাসকালে প্রাইমমুভারের এক চালক গুরুতরভাবে আহত হয়েছেন। জাহাজ থেকে ক্রেনে কন্টেনার নামানোর সময় গতরাত ১০ টা নাগাদ প্রাইমমুভারের বেডের পরিবর্তে কন্টেনারটি গাড়ির কেবিনের উপর নামিয়ে দেয়া হলে এই দুর্ঘটনা ঘটে।

এতে কেবিনটি দুমড়ে মুচড়ে যায়। এই সময় কেবিনের ভিতরে স্টিয়ারিংয়ে থাকা চালক সালাহউদ্দিন গুরুতর আহত হন। তাকে প্রথমে বন্দর হাসপাতাল এবং পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজুম্‌’আর খুতবা
পরবর্তী নিবন্ধশিল্পপতি আনোয়ারুল আজিম চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ