কন্টেনারের ওপর চারগুণ হারে স্টোর রেন্ট প্রত্যাহারের আহ্বান

এস এম নুরুল হকের বিবৃতি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ at ৪:৩৬ পূর্বাহ্ণ

কন্টেনারের ওপর চারগুণ হারে স্টোর রেন্ট স্থগিত নয়, পুরোপুরি প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের সচেতন ব্যবসায়ী সমাজের আহ্বায়ক এস এম নুরুল হক। গতকাল এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, চলতি বছরের ১০ই মার্চ থেকে চট্টগ্রাম বন্দর, ঢাকার কমলাপুর ও পানগাঁও আইসিডিতে ফ্রি টাইমের পর থেকে এফসিএল কন্টেনারের স্টোর রেন্ট চার গুণ হারে আরোপ করা হয়। বর্তমানে জাহাজের টার্ন এরাউন্ড টাইম নিয়ন্ত্রণে থাকা, বন্দরের কন্টেনার

ধারণ ক্ষমতা ৫৩ হাজার থেকে ৫৯ হাজার টিইউএস পর্যন্ত বৃদ্ধি পাওয়া এবং বন্দরে কন্টেনার জট না থাকায় গত ২৩ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত এক মাসের জন্য এই বর্ধিত রেন্ট স্থগিত করায় তিনি ধন্যবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, অধিকহারে স্টোর রেন্ট আরোপের ফলে আমদানিকৃত পণ্যের মূল্য বৃদ্ধি পায়, যার দায় শেষ পর্যন্ত ভোক্তা সাধারণকেই বহন করতে হয়। যা চলমান বাস্তবতায় সামষ্টিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে।

বর্তমান সরকারের আমলে চট্টগ্রাম বন্দরের গতিশীলতা বৃদ্ধি পেয়েছে। সরকারি অবকাঠামোর মধ্যে চট্টগ্রাম বন্দর অত্যন্ত লাভজনক অবস্থায় রয়েছে। বন্দরের কন্টেনার ধারণ ক্ষমতা এবং সক্ষমতাও বৃদ্ধি পেয়েছে। তাই বিদেশ থেকে পণ্য আমদানির ব্যয় বৃদ্ধি করে বন্দরের রাজস্ব বাড়ানো বর্তমান পরিস্থিতিতে যৌক্তিক হতে পারে না। এতে অর্থনীতির পুনর্গঠন ও ক্রমবর্ধমান অগ্রগতি ক্ষতিগ্রস্ত হবে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি দেশের অর্থনীতি ও ভোক্তা সাধারণের অবস্থা বিবেচনা করে বন্দরে এফসিএল কন্টেনারের বর্ধিত স্টোরেজ চার্জ স্থায়ীভাবে প্রত্যাহার করে আগের হার বহাল করার জন্য চট্টগ্রাম তথা সারা দেশের ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে নৌ পরিবহন মন্ত্রণালয়সহ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধ৩ যুগ পর চাকসু নির্বাচন : তফসিল ঘোষণা আজ
পরবর্তী নিবন্ধদ্বৈত নিয়ন্ত্রক কাঠামো, লাইটারেজ জাহাজ সেক্টরে অসম প্রতিযোগিতা