কন্টিনেন্টাল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে সানরাইজ একাডেমির জয়

| সোমবার , ১৯ জানুয়ারি, ২০২৬ at ১২:০৭ অপরাহ্ণ

কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স আয়োজিত কন্টিনেন্টাল টিটোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বড় জয় পেয়েছে সানরাইজ ক্রিকেট একাডেমি। কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ম্যাচে সানরাইজ একাডেমি ১১২ রানের বিশাল ব্যবধানে পোর্টসিটি ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে সানরাইজ একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে। দলের পক্ষে মেহরাব খান ৪১ বলে ৫টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৭১ রান করে। এছাড়া মহিউদ্দিন ২২, মিনহাজুল ২২, আবদুল্লাহ করে ১৬ রান। জবাবে ব্যাট করতে নেমে পোর্টসিটি ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৮০ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সাদমান ১৫ এবং রনি করে ১১ রান। সানরাইজ একাডেমির পক্ষে মহিউদ্দিন ৩ টি এবং মেহরাব ২টি উইকেট লাভ করে। অল রাউন্ড নৈপুণ্যের জন্য মেহরাব খান ম্যাচ সেরার পুরষ্কার লাভ করে।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে জিয়া স্মৃতি সংসদের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
পরবর্তী নিবন্ধপশ্চিম গুজরায় অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন