কন্টিনেন্টাল অনূর্ধ্ব ১৮ ক্রিকেট টুর্নামেন্টে সিসিএ’র শুভসূচনা

| রবিবার , ৫ জানুয়ারি, ২০২৫ at ৯:০৩ পূর্বাহ্ণ

কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স কন্টিনেন্টাল গ্রুপ অনূর্ধ্ব ১৮ ক্রিকেট টুর্নামেন্টে শুভসূচনা করেছে চট্টগ্রাম ক্রিকেট অ্যাকাডেমি। গতকাল হাটহাজারীস্থ কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে নিজেদের প্রথম গ্রুপ লিগ ম্যাচে চট্টগ্রাম ক্রিকেট অ্যাকাডেমি (সিসিএ) দুই উইকেটে ব্রাদার্স ক্রিকেট অ্যাকাডেমিকে পরাজিত করে। টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সিসিএ। ব্রাদার্স ক্রিকেট অ্যাকাডেমি নির্ধারিত ২০ ওভার ৮ উইকেট হারিয়ে ৯৬ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে আহনাফ ১৩, আয়ান ১৪ ও তামিম ৩২ রান করেন। সিসিএ’র সাকিব ৩টি, সুমন ও রাফি ২টি করে এবং ইলহাম ১টি উইকেট নেন। ৯৭ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে চট্টগ্রাম ক্রিকেট একাডেমি ২ উইকেটে ৬৯ রান করে সহজ জয়ের ভিত তৈরি করলেও পরের ব্যাটারদের ব্যর্থতায় দ্রুত ৬ উইকেট হারিয়ে ঝুঁকির মুখে পড়ে যায়। তবে ইলহাম (অপ: ) দায়িত্বশীলতার পরিচয় দিয়ে ঠান্ডা মাথায় দৃঢ়তার সাথে দলকে জয়ের বন্দরে (১৮.২ ওভারে) পৌঁছে দেন। মিনহাজ ২১, রাকিব ১৮, সুমন ২২ ও রাকিবুল ১৭ রান করেন। সুমন ২২ রান ও ২ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম এবার হারালো খাগড়াছড়িকে
পরবর্তী নিবন্ধজুলাই শহিদ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টে নাঈম- জনি জুটি চ্যাম্পিয়ন