বসন্ত উৎসব আর ভ্যালেন্টাইনস ডে–তে ‘ভালোবেসে সখী নিভৃতে যতনে’ গানটি নিয়ে হাজির হলেন সংগীত শিল্পী কনা। নতুন ইউটিউব চ্যানেল ‘টাইম জোন লিভিং রুম সেশন’–এ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় গানটি প্রকাশ করা হয়। গানটির সংগীত পরিচালনা করেছেন পাভেল আরিন। কনা বললেন, এ ধরনের চেনা গানগুলো গাইতে নার্ভাসনেস কাজ করে। এ গানগুলো এত বেশি শোনা মানুষের যে, একটু–আধটু ভুলও মার্জনীয় নয়। যারা সংগীতপ্রেমী আছেন, তাদের লিস্টে একেবারে উর্ধ্বসারিতে এ গানটি থাকে বলে আমার মনে হয়। খবর বিডিনিউজের।
ইউটিউবে গানের নতুন চ্যানেলের বিষয়ে পাভেল বলেন, উন্মুক্ত মঞ্চে কিংবা সাজানো কোনো সেটে নয়, বসার ঘরে বসে গান শোনার অনুভূতি নিয়ে এল টাইম জোন লিভিং রুম সেশন। রবীন্দ্রনাথের গানে ভালোবাসার দিনে যাত্রা শুরু হল সংগীত উদ্যোগের। প্রথম সিজনে নয়টি গানের মধ্যে আটটি রিমিক্স ও একটি মৌলিক গান রয়েছে। নিয়মিত বিরতিতেই নতুন নতুন চমক নিয়ে প্রথম সিজনের গানগুলো প্রকাশিত হতে থাকবে। পাভেলের আশা, গানের ভাষার মতই ‘নিভৃতে যতনে’ শ্রোতাদের মনে জায়গা করে নেবে উদ্যোগ।












