কনস্টেবল বিক্রি করছিলেন ইয়াবা

গ্রেপ্তার ৪, উদ্ধার ৫২৬০ পিস

আজাদী প্রতিবেদন | শনিবার , ৯ জুলাই, ২০২২ at ৮:০১ পূর্বাহ্ণ

নগরীর পাঁচলাইশে ইয়াবা বিক্রির সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নগর বিশেষ শাখার এক কনস্টেবলসহ চারজনকে হাতেনাতে ধরেছে র‌্যাব। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পূর্ব গেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ২৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ৪ জন হলেন উপল চাকমা (৪৫), নান্টু দাশ (৪২), কামরুল ইসলাম (৩০), গিয়াস উদ্দিন (৪২)। এদের মধ্যে উপল চাকমা সিএমপির কনস্টেবল। তিনি সিটি এসবিতে কর্মরত। সিএমপির উপকমিশনার (এসবি) মনজুর মোরশেদ আজাদীকে বলেছেন, অভিযুক্ত কনস্টেবল উপল চাকমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন।
পাঁচলাইশ থানার তদন্ত কর্মকর্তা সাদেকুর রহমান বলেন, চমেক হাসপাতালের পূর্ব গেট এলাকার কেনটাকি রেস্টুরেন্টের সামনে থেকে ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার ৪ জনকে পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঘরমুখো মানুষের ঢল
পরবর্তী নিবন্ধপ্রশ্ন একটা, কত মণ মাংস হবে