যুক্তরাষ্ট্রের মিশিগানের একটি কনসার্টে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন মার্কিন কিংবদন্তি গিটারিস্ট কার্লোস সানতানা। অতিরিক্ত গরম ও পানিশূন্যতার কারণেই নাকি তিনি অসুস্থ হয়ে পড়েন। খবরটি হলিউড রিপোর্টারকে নিশ্চিত করেছেন কার্লোস সানতানার ম্যানেজার মাইকেল ভ্রিওনিস। খবর বাংলানিউজের।
জানা গেছে, ‘পাইন নব মিউজিক থিয়েটার’-এর এক আউটডোর কনসার্টে পারফর্ম করছিলেন কার্লোস সানতানা। তীব্র গরমে ঘেমে শরীরে পানিশূন্যতা তৈরি হওয়ায় অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন ৭৪ বছর বয়সী গিটারিস্ট। স্থানীয় সময় রাত ১০টা নাগাদ চিকিৎসকরা স্টেজে ওঠেন। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন তিনি।
এ ঘটনার কিছুক্ষণ পরে কনসার্টেল বেশ কিছু ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায় সানতানাকে হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময়ে দর্শকদের হাত নাড়ছিলেন তিনি।
কনসার্ট থেকে সানতানাকে সরাসরি নিয়ে যাওয়া হয় ম্যাকলারেন ক্লার্কস্টন হাসপাতালের জরুরি বিভাগে। তাকে সেখানে অবজারভেশনে রাখা হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার ম্যানেজার।