চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও কনফিডেন্স সিমেন্টের আর্থিক পৃষ্ঠপোষকতায় আগামী ৩-৪ সেপ্টেম্বর পর্যন্ত ২ দিনব্যাপী সিজেকেএস কনফিডেন্স সিমেন্ট অনিরুদ্ধ বড়ুয়া অনি স্মৃতি স্কুল টেবিল টেনিস টুর্নামেন্ট শুরু হবে। আগামী ৩ সেপ্টেম্বর সকাল ১০ টায় এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। এতে বিশেষ অতিথি থাকবেন কনফিডেন্স সিমেন্ট লিঃ এর ভাইস চেয়ারম্যান রূপম কিশোর বড়ুয়া। এ টুর্নামেন্টে অংশগ্রহণকারী স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে ৩ সেপ্টেম্বর সকাল ১০ টায় সিজেকেএস জিমন্যাশিয়ামে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।