কনফিডেন্স সিমেন্ট আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতলো বোয়ালখালী

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৩১ ডিসেম্বর, ২০২১ at ৬:৩৬ পূর্বাহ্ণ

সিজেকেএস মুজিববর্ষ কনফিডেন্স সিমেন্ট আন্তঃউপজেলা অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থা। গতকাল বৃহস্পতিবার বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বোয়ালখালী টাইব্রেকারে ৩-১ গোলে লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। বোয়ালখালী ২০০৪ সালে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল। ১৭ বছর পর এবার আবারো শিরোপার দেখা পেলো তারা। গতকাল বোয়ালখালী-লোহাগাড়ার ফাইনালে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র ছিল। পরে টাইব্রেকারে খেলার ভাগ্য নির্ধারিত হয়। খেলার শুরুতে বোয়ালখালী আধিপত্য দেখালেও সময় গড়ানোর সাথে সাথে লোহাগাড়া ঘুরে দাঁড়ায়। আক্রমন প্রতি-আক্রমনে খেলা জমে উঠে। তবে দু’দলই যেন স্কোরার সংকটে ভুগছিল। গোলমুখে জোরালো ভূমিকা রাখতে পারেনি কোন দলই। খেলার ২২ মিনিটে বোয়ালখালীর একটি প্রচেষ্টা ব্যর্থ হয়। ইয়াছির চৌধুরীর হেড মাঠের বাইরে চলে যায়। এরপর দু’দল সমান তালে খেলতে থাকে। প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হলে দ্বিতীয়ার্ধেও ব্যবধান গড়তে পারেনি দু’দল। তবে এ অর্ধের ১২ মিনিটের সময় বঙের বাইরে থেকে লোহাগাড়ার বদলি মাসুদ হাসানের ফ্রি কিক ক্রসবারে লাগলে তারা বঞ্চিত হয় গোল থেকে। শেষ দিকে বোয়ালখালী চাপ বাড়ালেও তা থেকে গোল আদায় করতে পারেনি। গোলশূন্য ড্রয়ে খেলা শেষ হলে টাইব্রেকারে ভাগ্য হেলে পড়ে বোয়ারখালীর দিকে। বোয়ালখালীর শিহাবুর রহমান, ইয়াসিন আরাফাত এবং শাহাদাত হোসেন গোল করেন। লোহাগাড়ার পক্ষে জোনাইদ হোসেন শিহান কেবল গোল করতে সমর্থ হন। পেনাল্টিতে গোল করার ব্যর্থতায় রানার্স আপের ট্রফি নিয়েই সন্তুষ্ট থাকতে হয় লোহাগাড়াকে। গতকাল টাইব্রেকার পর্ব শেষ হওয়ার আগেই মূল খেলার মাঠে প্রবেশ করে পুরস্কার বিতরনীর মঞ্চ সাজানোর ব্যাপারটি উপস্থিত দর্শকদের কাছে দৃষ্টিকটু ঠেকে। এ ব্যাপারটি সিজেকেএস এর অভিজ্ঞ কর্মকর্তাদের নজরে আসেনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। সিজেকেএস ফুটবল কমিটির চেয়ারম্যান ও উপ পুলিশ কমিশনার দক্ষিণ, সি এম পি ও সিজেকেএস সহ-সভাপতি মোহাম্মদ জসিম উদ্দীনের সভাপতিত্বে এবং সিজেকেএস নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লবের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস নির্বাহী সদস্য ও ফুটবল সম্পাদক মোহাম্মদ শাহজাহান। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট লি. এর ভাইস চেয়ারম্যান রুপম কিশোর বড়ুয়া, সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী ও মো. হাফিজুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, সিডিএফএ সভাপতি এস এম শহিদুল ইসলাম, সিজেকেএস যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম ও মো. মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য আবুল হাসেম, আ.ন.ম. ওয়াহিদ দুলাল, এ.কে.এম. আবদুল হান্নান আকবর, গোলাম মহিউদ্দীন হাসান, মো. হারুন আল রশীদ, মাহমুদুর রহমান মাহবুব ও লোকমান হাকিম মো. ইব্রাহীম, আক্তারুজ্জামান, প্রবীন কুমার ঘোষ, মকসুদুর রহমান বুলবুল, এনামুল হক, সাইফুল আলম খান, মুছা বাবলু, মো. আবু জাহেদ, সৈয়দ নূর নবী লিটন, আলী হাসান রাজু, জাহেদ হোসেন, শাহ পরান, তিমির বরণ চৌধুরী, ফারুকুজ্জামান, কাজী মো. জসিম উদ্দীন, ইয়াছির আরাফাত, কাউন্সিলর আলী আকবর, সালাউদ্দীন জাহেদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধখাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাষ্ট্‌্িরজ এসোসিয়েশন চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধশেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন বিদ্যুৎ বড়ুয়া