উদীয়মান ও প্রতিভাবান তরুন টেবিল টেনিস খেলোয়াড় সৃষ্টি ও টেবিল টেনিস খেলার উন্নয়নের লক্ষে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও কনফিডেন্স সিমেন্টের আর্থিক পৃষ্ঠপোষকতায় মুজিব জন্মশতবর্ষ সিজেকেএস অনিরুদ্ধ বড়ুয়া অনি স্মৃতি আন্তঃস্কুল টেবিল টেনিস টুর্নামেন্ট আগামী ৩০ মার্চ শুরু হবে। পরদিন ৩১ মার্চও এ প্রতিযোগিতা চলবে। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামস্থ জিমন্যাশিয়াম হলে প্রতিযোগিতার একক ও দ্বৈত ইভেন্ট অনুষ্ঠিত হবে।
এ টেবিল টেনিস টুর্নামেন্টে অংশগ্রহণেচ্ছুক চট্টগ্রামের স্কুল সমূহকে আগামী ২৪ মার্চ রাত ৮ টার মধ্যে ছাত্র-ছাত্রীদের নামের তালিকা স্কুলের প্যাডে প্রধান শিক্ষকের স্বাক্ষরে (যোগাযোগের মোবাইল নম্বর সহ) অংশগ্রহণের সম্মতি পত্র এম.এ. আজিজ স্টেডিয়ামস্থ সিজেকেএস কার্যালয়ে প্রেরণ করার জন্য সিজেকেএস টেবিল টেনিস কমিটির সম্পাদক মো. হারুন রশিদ অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।