কনফিডেন্স সিমেন্টের আন্তঃবিভাগ ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন

| বুধবার , ১১ অক্টোবর, ২০২৩ at ১০:১০ পূর্বাহ্ণ

কনফিডেন্স সিমেন্ট আন্তঃবিভাগ ফুটসাল টুর্নামেন্ট গত ৭ অক্টোবর চান্দগাঁও আবাসিকে অবস্থিত ফরচুন স্পোর্টস এরিনাতে সম্পন্ন হয়েছে। এতে কনফিডেন্স সিমেন্টের অফিসারদের নিয়ে ছয়টি দল কনফিডেন্স এসপেক্টিক্যুলার্স, কনফিডেন্স কিংস, কনফিডেন্স লায়ন্স, কনফিডেন্স পাওনিয়ারস, কনফিডেন্স ভাইকিংস এবং কনফিডেন্স ফ্যালকনস অংশ নেয়। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন কনফিডেন্স সিমেন্টের প্রধান হিসাব কর্মকর্তা নেওয়াজ মোহাম্মদ ইকবাল ইউসুফ। এতে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র জিএম ফারুক আহমেদ, ডিজিএম শেখ সুলতান আহমেদ তালুকদার, এইচআরবিপি মোহাম্মদ আজিম, এজিএম মিরাজুর রহমান, সিনিয়র ম্যানেজার মো. আলমগীরসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ছয়টি দলের অংশগ্রহণে খেলা বিকেল ৫ টায় শুরু ও রাত ১০টায় পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয়। এতে চ্যাম্পিয়ন হয় কনফিডেন্স ফ্যালকনস ও রানার আপ হয় কনফিডেন্স কিংস। টুর্নামেন্টে সিনিয়র, জুনিয়র কর্মকর্তারা বিভিন্ন দলকে সমর্থন দিয়ে খেলার মাঠ মাতিয়ে রাখেন।

পূর্ববর্তী নিবন্ধবিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চট্টগ্রাম জেলা দলের দলনেতা তানসির
পরবর্তী নিবন্ধইংল্যান্ড ভারসাম্যপূর্ণ দল : বাটলার