কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ড ইলেক্ট্রনিঙ ও হোম এ্যাপল্যায়েন্স পণ্যের উৎপাদনকারী ও বাজারজাতকারী গ্রুপ ইলেক্ট্রো মার্টের সেলস এন্ড ডিসপ্লে সেন্টার আরও সুবিশাল পরিসরে দেশের অন্যতম পৌর শহর মাদারীপুরে উদ্বোধন ঘোষণা করা হয়েছে। সম্প্রতি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিম, উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুচ্ছাফা মজুমদার, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, পরিচালক নূরুল আজিম সানি, ন্যাশনাল সেলস ম্যানেজার (রিটেল) মো. জুলহাক হোসাইন এবং এলাকার বিশিষ্ঠ ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পৌর শহরের ভূঁইয়া বাড়ীর মোড় এলাকায় শো-রুমটি উন্মুক্ত করা হয়। দীর্ঘ দুই যুগেরও বেশী সময় ধরে দেশের ইলেক্ট্রনিঙ ও হোম এ্যাপল্যায়েন্স পণ্যের গ্রাহকদের চাহিদ বিশ্বস্ততা ও সুনামের সাথে পূরণ করছে কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ডের পণ্য।







