কনকর্ড ফয়’সলেক পার্কে সান্ধ্যকালীন প্রমোশনাল অফার

| বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২০ at ১০:৫৯ পূর্বাহ্ণ

কনকর্ড এন্টারটেইন্টমেন্ট কোম্পানি সান্ধ্যকালীন প্রমোশনাল কার্যক্রম শুরু করেছে। যাতে রয়েছে দর্শনার্থীরা সন্ধ্যা ৬টা হতে রাত ৯টা পর্যন্ত ২শ টাকার ফুড কূপন কিনে বিনামূল্যে কনকর্ড ফয়’সলেক অ্যামিউজমেন্ট পার্কে প্রবেশ করতে পারবেন। এই প্রমোশনাল অফারটি মাধ্যমে দর্শনার্থীরা পাচ্ছেন নির্দিষ্ট মূল্যে খাবারের সাথে শহরের প্রাণকেন্দ্র অবস্থিত ফয়’সলেক এ বিনামূল্যে প্রবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাল আঞ্জুমানে আশেকানে মদিনার মাহফিল
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে চোলাই মদ রাখায় একজনের কারাদণ্ড