কনকর্ড এন্টারটেইনমেন্ট কো. লি. এবং ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অভ বাংলাদেশ-এর মধ্যে পর্যটকদের বিনোদন সহযোগিতা বিনিময়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
দুই পক্ষই চুক্তির আলোকে দেশের বিনোদন ও পর্যটন শিল্পের প্রচার ও প্রসারে কাজ করবে।
এই চুক্তির আওতায় ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অভ বাংলাদেশ-এর সকল ট্যুর অপারেটর ঢাকার বিনোদন পার্ক ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স, রিসোর্ট আটলান্টিস এবং চট্টগ্রামের ফয়’স লেক কমপ্লেক্স ও ফয়’স লেক রিসোর্টে প্রবেশ ও বিনোদনের ক্ষেত্রে বিশেষ মূল্য ছাড় উপভোগ করতে পারবেন।
উক্ত অনুষ্ঠানে কনকর্ড এন্টারটেইনমেন্ট কো. লি.-এর পক্ষে নির্বাহী পরিচালক-বিপণন অনুপ কুমার সরকার এবং ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অভ বাংলাদেশ-এর পক্ষে সভাপতি রাফিউজ্জামান এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফ্যান্টাসি কিংডমের মহা-ব্যবস্থাপক মেজর (অব.) মনজুর উদ্দীন আহাম্মেদ, হেড অভ মিডিয়া এন্ড পি আর এম মাহফুজুর রহমান, সহকারী মহা-ব্যবস্থাপক-বিপণন উজ্জল কুমার বসাক, কনকর্ড এন্টারটেইনমেন্ট কো. লি. সহ-সভাপতি শিবলুল আজম কোরাইশি, পরিচালক-অর্থ মনিরুজ্জামান মাছুম, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অভ বাংলাদেশ (টোয়াব)-এর পরিচালক-ফেয়ার আনোয়ার হোসেন সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।