সমপ্রতি ফয়’স লেক রিসোর্টে এক অনুষ্ঠানে কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড এবং আবুল খায়ের কনডেন্সড মিল্ক অ্যান্ড বেভারেজ লিমিটেডের মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে ফয়’স লেক অ্যামিউজমেন্ট কমপ্লেক্সে আগত দর্শনার্থীরা স্টারশিপ বেভারেজ, এ্যামা কফি সহ মার্কস মিল্ক পাউডারে তৈরি বিভিন্ন সুস্বাদু মুখরোচক খাবার উপভোগের সুযোগ পাবেন।
কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেডের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন চিফ মার্কেটিং অফিসার অনুপ কুমার সরকার এবং আবুল খায়ের কনডেন্সড মিল্ক অ্যান্ড বেভারেজ লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল্লাহ চৌধুরী, এনডিসি (অব.)। এ সময় আরো উপস্থিত ছিলেন
ফয়’স লেক কমপ্লেক্সের জেনারেল ম্যানেজার এনামুল করিম, কনকর্ড এন্টারটেইনমেন্ট লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) উজ্জ্বল কুমার বসাকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে কনকর্ড এন্টারটেইনমেন্টের সিএমও অনুপ কুমার সরকার বলেন, ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট ওয়ার্ল্ডে আমাদের লক্ষ্য হলো দর্শকদের বিনোদনের পাশাপাশি দীর্ঘস্থায়ী স্মৃতি উপহার দেওয়া।
আবুল খায়ের কনডেন্সড মিল্ক অ্যান্ড বেভারেজ লিমিটেডের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল্লাহ চৌধুরী, এনডিসি (অব.) বলেন, ‘এই সমঝোতা চুক্তির মাধ্যমে আমরা কনকর্ড ফয়’স লেকে আগত দর্শনার্থীদের কাছে আরও সহজে পৌঁছাতে সক্ষম হবো। এটি আমাদের ব্রান্ডের মান ও গ্রহণযোগ্যতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’