কনকর্ড অর্জন করেছে জাতীয় পরিবেশ পদক

পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে অবদান

| মঙ্গলবার , ৭ জুন, ২০২২ at ১১:১৮ পূর্বাহ্ণ

পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে অসামান্য অবদান রাখায় কনকর্ড অর্জন করেছে জাতীয় পরিবেশ পদক। বাংলাদেশ বিনির্মাণে এই অর্জনের স্বপ্নদ্রষ্টা কনকর্ড গ্রুপের চেয়ারম্যান এস এম কামালউদ্দিন। যার স্বপ্নে উদ্বুদ্ধ হয়ে কনকর্ড অর্জন করেছে জাতীয় পরিবেশ পদক।

বিশ্ব পরিবেশ দিবস গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর হাত থেকে জাতীয় পরিবেশ পদক গ্রহণ করেন কনকর্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনারীর প্রতি বৈষম্য অবসানে সকলকে এগিয়ে আসতে হবে
পরবর্তী নিবন্ধচান্দগাঁও থেকে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার