কনকনে শীতে গৃহহীনদের হাহাকার

মো. ইফতেখার রেজা | রবিবার , ১১ জানুয়ারি, ২০২৬ at ১১:১৭ পূর্বাহ্ণ

ডিসেম্বর পেরিয়ে জানুয়ারির হাড় কাঁপানো ঠাণ্ডা বিরাজ করছে দেশজুড়ে। বিপাকে পড়েছেন গৃহহীন ফুটপাতে রাত্রিযাপন করা হাজারো মানুষ। যাদের সিংহভাগই হতদরিদ্র এবং মানসিক ভারসাম্যহীন। এই গা হিম করা শীতে তাদের প্রতিটা রাত কাটছে একেকটি বছর হয়ে। রাতের তীব্র শীত ও ধুলাবালির কারণে সহজেই মানুষ আক্রান্ত হচ্ছে জ্বর, সর্দি, কাশি থেকে শুরু করে আরও নানান ব্যাধিতে। বিপরীতে অর্থাভাবে তারা চিকিৎসা সেবা নেওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। যার ফলে তাদের দেহের অবনতি তীব্র থেকে আরও তীব্রতর হচ্ছে। তারপরেও স্বাস্থ্যঝুঁকি জেনেই রাতে সড়কের পাশের ছোট্ট বেঞ্চিতে অথবা ফুটপাতে অনিরাপদ জীবনযাপন করতে হচ্ছে গৃহহীনদের।

তাই আমাদের সকলের মানবিক সহযোগিতা ও সুপরিকল্পনাই পারে এই মানুষগুলোকে একটু ভালো রাখতে। এই মানুষগুলোকে শীতের কবল থেকে রক্ষা করতে শীতবস্ত্র বিতরণে সকলকে এগিয়ে আসা জরুরি।

পূর্ববর্তী নিবন্ধসর্তা খালে অবৈধ ড্রেজার বালু উত্তোলন বন্ধ করা হোক
পরবর্তী নিবন্ধআরবান আলী সওদাগর স্মরণে