আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন কমিটি গঠনকল্পে গত ৪ সেপ্টেম্বর কধুরখীল মিলন মন্দির প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়েছে। মন্দিরের স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার সুহৃদ চৌধুরীর (অপু) সভাপতিত্বে সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অর্থ সম্পাদক সুদর্শন চৌধুরী, প্রশান্ত চৌধুরী, অনুপ মজুমদার, রনধীর বিশ্বাস, লংকর চৌধুরী, নিতু চৌধুরী, সুকান্ত চৌধুরী, শান্তনু চৌধুরী, বিধান মোহরের, শুপংকর আইচ টিটু চৌধুরী প্রমুখ।
সভায় সর্বসম্মতক্রমে রাজীব চৌধুরীকে সভাপতি, উৎপল চৌধুরীকে সাধারণ সম্পাদক, প্রবীর চৌধুরীকে (শিবু) অর্থ সম্পাদক, অরজিত চৌধুরীকে (পাপ্পু) সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পূজা উদযাপন পরিষদ’২০ গঠন করা হয়। এছাড়া কমিটিতে এ্যাপেলো চৌধুরী, লিটন দাশ, গোপাল বিশ্বাস, যীশু চৌধুরী, মুকুন্দ বিশ্বাসস প্রমুখকে রাখা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।