কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয় উদ্যোগে পিঠা উৎসব সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ছিল পিঠা প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পরিষদের সভাপতি এবং ১নং কধুরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আজম শেফু। তিনি বলেন, আবহমানকাল থেকে বাংলাদেশের ঘরে ঘরে পিঠাপুলি খাওয়ার মাধ্যমে শীতের আনন্দকে আরো উপভাগ্যে করে তোলে। বাঙালি সংস্কৃতির বিকাশে পিঠা উৎসব অর্থবহ। বাঙালি কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যের সাথে প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে এ সকল অনুষ্ঠান কার্যকরী ভূমিকা রাখবে নিঃসন্দেহে।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক উবাইদুল হক, অমরনাথ চক্রবর্তী, দেবী দত্ত, তনুশ্রী বিশ্বাস, শুভাশিস নাথ, লিপি রানী শীল, মৌলানা মিজানুর রহমান, দিল আফরোজ হীরা, এনামুল হক, প্রকাশ কুমার ঘোষ প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত আবৃত্তি ও নৃত্য পরিবেশনায় ছিলেন রাজশ্রী চৌধুরী, পুনম চক্রবর্তী, অদিতি বিশ্বাস, মীম ঘোষ লাবনী, প্রভা হাসান ফারিয়া, ইতি দে, দীঘি চৌধুরী, তাসফিয়া জাহান, অথৈ চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।












