কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবসের সভা

| বুধবার , ৬ অক্টোবর, ২০২১ at ৬:০৭ পূর্বাহ্ণ

কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ‘শিক্ষকের মর্যাদা, রাষ্ট্রের উৎকর্ষতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষক প্রশিক্ষক অধ্যাপক শামসুদ্দিন শিশির। প্রধান অতিথি বলেন, শিক্ষকদের মর্যাদার আসনে বসাতে হবে অস্তিত্ব টিকিয়ে রাখতে। মেধাবী সমাজ বিনির্মাণে মেধাবী শিক্ষকের বিকল্প নেই। দেশপ্রেমিক সুনাগরিক তৈরী করতে প্রয়োজন সুশিক্ষা। সুশিক্ষার জন্য প্রয়োজন সুশিক্ষক।
অনুষ্ঠানে গান, আবৃত্তি ও কথামালায় অংশগ্রহণ করেন শিক্ষক উবাইদুল হক, অমরনাথ চক্রবর্তী, দেবী দত্ত, তনুশ্রী বিশ্বাস, শুভাশিস নাথ, লিপি রানী শীল, শিক্ষার্থী অর্পা সেন, অর্পিতা চৌধুরী, রাজশ্রী চৌধুরী, উম্মে হাবিবা, সৃষ্টি চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধট্রেনে পাথর নিক্ষেপ রোধে বিট পুলিশিং সভা
পরবর্তী নিবন্ধব্লু-ইকোনমি নিয়ে সমীক্ষা চালাচ্ছে পরিবেশ অধিদপ্তর