কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

| বৃহস্পতিবার , ৮ অক্টোবর, ২০২০ at ১০:১৪ পূর্বাহ্ণ

কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা গত সোমবার প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশের সভাপতিত্বে শিক্ষক শুভাশীষ নাথের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী দীপক কুমার চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উবাইদুল হক, অমরনাথ চক্রবর্তী, দেবী দত্ত, তনুশ্রী বিশ্বাস, লিপি রানী শীল, মিজানুর রহমান, দিল আফরোজ হীরা, প্রকাশ কুমার ঘোষ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শিক্ষকের মর্যাদা সমুন্নত রেখে শিক্ষাকে গণমুখী করতে হবে। সুশিক্ষার মাধ্যমে দেশের কাঙ্খিত উন্নয়ন সম্ভব। শিক্ষা ব্যতিরেক দেশকে বিশ্ব দরবারে উপস্থাপন সম্ভব নয়। শিক্ষকদের আর্থসামাজিক উন্নয়ন ও মর্যাদায় সমাসীন করতে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, শিক্ষক হলো শিক্ষার মেরুদণ্ড। শেষে প্রয়াত সকল শিক্ষকদের উদ্দেশ্যে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনার প্রযুক্তি ভাবনা শীর্ষক আলোচনা সভা
পরবর্তী নিবন্ধউৎসর আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা