বোয়ালখালী উপজেলার মধ্য কধুরখীল হযরত সৈয়্যদ নূর উল্লাহ খতিব বাড়িস্থ খানকা–এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া সাবেরিয়ায় গত বুধবার রাতে গাউসুল আজম বড়পীর আব্দুল কাদের জিলানীর (রা.) ৮৮৫তম ওফাত বার্ষিকী স্মরণে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহম ও আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মরহুম মুহাম্মদ মহসিন (রহ.) স্মরণ সভা ও ঈছালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়। খানকাহ শরীফের মোতায়াল্লী মুহাম্মদ আবু জাফর খতিবীর সভাপতিত্বে এতে বক্তারা বলেন, গাউসে পাক মৃতপ্রায় দ্বীন–ইসলামের পুনর্জীবন দিয়ে মানবতার মুক্তি নিশ্চিত করেছিলেন। সিলসিলায়ে আলীয়া কাদেরিয়ার প্রচার–প্রসারে হযরত সিরিকোটি (রহ.) বাংলাদেশে আনজুমান ট্রাস্ট ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া প্রতিষ্ঠার মাধ্যমে এদেশের মানুষের উভয় জগতের কামিয়াবির কল্যাণময় ধারা অব্যাহত রাখেন। সেই ধারাবাহিকতায় আনজুমান ট্রাস্টের এসভিপির দায়িত্ব নিয়ে সিলসিলা, জামেয়া, আনজুমান, গাউসিয়া কমিটির আজীবন খেদমত করেছেন মরহুম আলহাজ মুহাম্মদ মহসিন। মুহাম্মদ এরশাদ খতিবীর সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ও প্রধান আলোচক ছিলেন বাকলিয়া আহমদিয়া করিমিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ কফিল উদ্দিন ও আনজুমান রিসার্চ সেন্টারের পরিচালক মাওলানা মুহাম্মদ আবুল হাশেম। এতে আলোচনায় অংশ নেন, মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম চরণদ্বীপি, মুহাম্মদ জামাল উদ্দিন, মুহাম্মদ ইব্রাহিম ইকবাল, মুহাম্মদ আব্দুল আজিজ, মুহাম্মদ ইমরুল কায়েস, মুহাম্মদ আবু তাহের সাওয়াদ, মুহাম্মদ কাশেম মাহি, মুহাম্মদ নাবিদ আখতার খতিবী প্রমুখ। মাহফিলের প্রারম্ভে খতমে গাউসিয়া, খতমে গেয়ারভী শরীফ আদায় করা হয়। পরে মিলাদ–কেয়াম ও মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।