বোয়ালখালীতে নবগঠিত কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের উদ্যোগে দায়িত্ব গ্রহণ ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে বিদ্যালয়ের হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সাবেক রাষ্ট্রদূত ও কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়ের সভাপতি এস এম আবুল কালাম।
মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াস, বিদ্যালয়ের দাতা সদস্য বদিউজ্জামান, অভিভাবক সদস্য নুরুল আবছার, মো. রেজাউল করিম খোকন, মো. কামাল উদ্দিন, মোহাম্মদ রফিক, শামীম আক্তার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি এস.এম আবুল কালাম বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড, আর এই মেরুদন্ডের ধারক বাহক হল শিক্ষকগণ। একজন শিক্ষকের মর্যাদা সবার উর্ধ্বে। কারণ শিক্ষকগণ মানুষ গড়ার কারিগর। তাই এই কারিগরদের যথাযথ সম্মান প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। প্রেস বিজ্ঞপ্তি।