বোয়ালখালীর কধুরখীলে লোকাল গর্ভনেন্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি) ৩ এর আওতায় দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে কধুরখীল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী ইউএনও আছিয়া খাতুন। সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সফিউল আজম সেফু। বিশেষ অতিথি ছিলেন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত জেলা কর্মকর্তা মো. এনামুল হক, উপজেলা উপসহকারী প্রকৌশলী মো. ফারুক হোসেন, ইউপি সচিব মো. শাহাদাত হোসেন প্রমুখ।