ঐতিহ্যবাহী দ্বীনি ও সমাজ সেবামূলক সংগঠন কদলপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এবং মানবিক সংগঠন রাউজান ক্লাবের ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ জানুয়ারি কদলপুর হামিদিয়া কামিল এম এ মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে বিপুল সংখ্যক স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে বিভিন্ন রোগের প্রায় তিন শতাধিক নারী–পুরুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়াও ৪০ জন শিশুকে খৎনা এবং প্রায় দুইশতাধিক নারীর কর্ণছেদন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার সেখ ফজলে রাব্বি। প্রধান আলোচক ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা চট্টগ্রাম–৬ রাউজান আসনে ১০ দলীয় জোটের এমপি প্রার্থী– শাহজাহান মঞ্জু। উদ্বোধন করেন কদলপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি–ক্বারী মোহাম্মদ শাহেদুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন মাওলানা মোহাম্মদ দিদারুল ইসলাম। কদলপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা শিক্ষানুরাগী মিজানুর রহমান চৌধুরীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি মোহাম্মদ হাছান। বিশেষ অতিথি ছিলেন, কদলপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা রিদুয়ান শাহ, রাউজান ক্লাবের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বাবলু। চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ মোহাম্মদ আল নাঈম আফ্রাদ শুভ, ডাঃ দেওয়ান মোহাম্মদ সায়েম, ডাঃ মারুফুল ইসলাম, ডাঃ ফাহমিদা আক্তার, ডাঃ মোহাম্মদ শাহাবুদ্দিন, ডাঃ রবিউল হোসেন চৌধুরী, ডাঃ দিবাকর বড়ুয়া, ডাঃ মোহাম্মদ সায়েম, ডাক্তার ডাঃ ফারুকুল ইসলাম, ডাঃ মোহাম্মদ জাহেদুল ইসলাম, ডাঃ মোহাম্মদ এনাম উদ্দিন, ডাঃ মোহাম্মদ শাহাজাহান সুমন, ডাঃ মোঃ শারাফাত হোসাইন, ডাঃ ইনসান উল্লাহ তালুকদার, ডাঃ মোহাম্মদ সাদ্দাত হোসেন, ডাঃ মঈনুল আলম সাবেরী, ডাঃ নজরুল ইসলাম, ডাঃ মিথুন বৈদ্য। রাউজান ক্লাবের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন এস এম জাফর চৌধুরী, ছমিউদ্দীন নিজাম, রিদোয়ান চৌধুরী রুবেল, খোরশেদুল আলম চৌধুরী, মোহাম্মদ নাজিম উদ্দীন, মোহাম্মদ ইমরান চৌধুরী, মোহাম্মদ মহসিন আলী, মোহাম্মদ মামুনুর রশিদ, মাষ্টার নাছির উদ্দীন, ছাগের হোসেন, আরিফ মহিউদ্দীন, শেখ তৌকির আহমেদ, মোহাম্মদ মনচুর আব্বাস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












