কদলপুরে ন্যায্যমূল্যে খাদ্য সামগ্রী বিতরণ

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ৯ জুলাই, ২০২১ at ৭:৪০ পূর্বাহ্ণ

রাউজানের কদলপুর ইউনিয়নে ন্যায্যমূল্যে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকে এই কর্মসূচির আওতায় স্থানীয়দের কাছে ভর্তুকি দিয়ে নিত্য প্রয়োজনীয় মালামাল বিক্রি করা হচ্ছে। ইউনিয়নের চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী জানিয়েছেন লকডাউনে বেকার হয়ে পড়া শ্রমজীবী ও সিএনজি চালকদের প্রধানমন্ত্রীর দেয়া উপহার হিসাবে পাওয়া এক লাখ টাকা এক’শ মানুষকে প্রদান করা হয়েছে। স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশে পৌরসভা ও রাউজানের ১৪টি ইউনিয়নে ন্যায্য মূল্যে খাদ্য সামগ্রী বিক্রি করা হচ্ছে।
এই খাতে যতটাকা ভর্তুকি দিতে হবে, সব টাকা সাংসদের ব্যক্তিগত তহবিল থেকে দেয়া হবে। কদলপুরে বিক্রি কার্যক্রম কর্মসূচি উদ্বোধনকালে চেয়ারম্যানের সাথে উপস্থিত ছিলেন ইউপি সদস্যগণ।

পূর্ববর্তী নিবন্ধলালখান বাজার ওয়ার্ডে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সচেতনতা কার্যক্রম
পরবর্তী নিবন্ধমহানগর পূজা পরিষদ নেতৃবৃন্দের মতবিনিময়