কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান গত ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক টিংকু কুমার ভৌমিক। স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাবেক এসএমসি সদস্য আলাউদ্দিন আলী নুর, প্রধান শিক্ষক নুরুল ইসলাম শরীফ, কোতোয়ালী থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হুদা ছিদ্দিকী, অভিভাবক এমএ হালিম বাবলু ও বর্তমান সদস্য কামরুন নাহার সুমী। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন দীপক কুমার দত্ত ও আমীমা ছিদ্দিকা।
মোনাজাত পরিচালনা করেন শিক্ষক হারুনুর রশীদ। বিদায়ী পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেয় নাসিম ইবনে হোসাইন। নবীনদের পক্ষে বক্তব্য দেয় ওমকার চৌধুরী ও রুদ্র ঘোষ। মানপত্র পাঠ করে মুহতাসিন জামান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক মাহমুদুল করিম। অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন শিক্ষক এএএম মঈন উদ্দীন, তানসেন দেওয়াঞ্জী, বশিরুল হুদা, চাঁদ সুলতানা, দিদারুল আলম, লিপিকা মজুমদার, হাসিনা দিলরুবা, বিপাশা চৌধুরী, উম্মে কুলসুম ও লিটন দাশ। প্রেস বিজ্ঞপ্তি।