রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রালের উদ্যোগে কদম মোবারক মুসলিম এতিমখানায় গত ৬ সেপ্টেম্বর পবিত্র ঈদ–ই–মিলাদুন্নবী (সা🙂 উদযাপন উপলক্ষে ৩০০ জন এতিম শিক্ষার্থীর মাঝে খাদ্য বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ক্লাব প্রেসিডেন্ট মো. এরশাদুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ক্লাব সেক্রেটারি আহমেদ জামাল নাসের চৌধুরী, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ হাসান, মো. নজরুল ইসলাম নান্টু, মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. সেলিম। বক্তারা বলেন, মহানবী (সা.)র জীবনাদর্শ হৃদয়ে ধারণ ও অনুসরণ করে মানসিক শান্তি অর্জন ও সমাজে ন্যায়–বিচার প্রতিষ্ঠা সম্ভব। ঈদ–ই–মিলাদুন্নবী (সা) মহিমায় উদ্ভাসিত হয়ে এতিম শিশুদের প্রতি মানবিক সহযোগিতা করা নৈতিক দায়িত্ব। শেষে দেশ ও জাতি এবং রোটারি পরিবারের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবীর মহিমায় উদ্ভাসিত হয়ে এতিম শিশুদের প্রতি মানবিক সহযোগিতা করা নৈতিক দায়িত্ব। প্রেস বিজ্ঞপ্তি।