কদমমোবারক মসজিদে খতম তারাবি শেষ হবে আজ

| মঙ্গলবার , ২৭ এপ্রিল, ২০২১ at ৭:১৩ পূর্বাহ্ণ

নগরীর কদমমোবারক শাহী জামে মসজিদে তারাবির খতম আদায় হবে আজ। খতম শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করবেন মসজিদের খতিব, বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ ও গবেষক মাওলানা বদিউল আলম রিজভী।
ঝাউতলা, জমালখাঁন, কদম মোবারক, রহমতগঞ্জ, আন্দরকিল্লা মহল্লা সমিতির সম্পাদক শামসুল আলম খতমে সকলকে অংশ গ্রহণের অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজেলা প্রশাসনের নৈতিক স্কুলে খাদ্য সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধরেড ক্রিসেন্ট শুকনো খাবার বিতরণ