নগরীর কদমমোবারক শাহী জামে মসজিদে তারাবির খতম আদায় হবে আজ। খতম শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করবেন মসজিদের খতিব, বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ ও গবেষক মাওলানা বদিউল আলম রিজভী।
ঝাউতলা, জমালখাঁন, কদম মোবারক, রহমতগঞ্জ, আন্দরকিল্লা মহল্লা সমিতির সম্পাদক শামসুল আলম খতমে সকলকে অংশ গ্রহণের অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।