কদমফুলের চিঠি

নাহিদ সুলতানা | বৃহস্পতিবার , ১৭ জুলাই, ২০২৫ at ১০:৩০ পূর্বাহ্ণ

কদমফুলে ভেজা কাগজ তাতে লেখা মন,

বৃষ্টির জল মিশে গেছে অক্ষরে নির্জন।

পড়ো কী তা? জানি না আর, হাওয়া উড়িয়ে নেয়,

আষাঢ়জল ভিজিয়ে দিলো যত না বলা ভাষা।

 

গাছের ডালে চিঠির মতো ঝুলে একটুকরো,

তোমার চোখে পড়বে কী তা, প্রশ্ন নিঃসঙ্গ।

ভালোবাসা বৃষ্টি হয়ে নামে খামের ঢাক,

কদমফুলে চিঠি বোনা স্বপ্নে আঁকা থাক।

পূর্ববর্তী নিবন্ধসুন্দরে বাঁচি
পরবর্তী নিবন্ধচাতক যেমন বাঁচে