নগরে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন ফারুক (৩৫) নামে এক বাইক আরোহী। গতকাল সন্ধ্যায় সাতটার দিকে কদমতলী ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। আহত ফরুকের বাড়ি লোহাগড়া উপজেলায়। ঘাতক ট্রাকটি জব্দ করেছে কোতোয়ালী থানা পুলিশ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আমীর দৈনিক আজাদীকে বলেন, চলন্ত অবস্থায় ফারুকের মোটরসাইকেলকে ট্রাক ধাক্কা দিলে সে ছিটকে পড়ে। পথচারীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তার দুই পা ভেঙে গেছে। আমরা তার জন্য দুই ব্যাগ রক্তের ব্যবস্থা করেছি।












