কদমতলী ফ্লাইওভারের নিচে তরুণের লাশ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৫ সেপ্টেম্বর, ২০২০ at ৬:৫৫ পূর্বাহ্ণ

নগরীর ডবলমুরিং থানা এলাকা থেকে নুরুল ইসলাম (২০) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কদমতলী ফ্লাইওভারের নিচ থেকে ওই তরুণের মরদেহটি উদ্ধার করা হয়। নুরুল ইসলাম কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার কালা মিয়ার ছেলে। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ আজাদীকে বলেন, মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। লাশের চোখ উপড়ানো, মুখে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধারের পর পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে। লাশটি দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি সদীপ কুমার দাশ। তিনি বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে ঘটনা সম্পর্কে জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধজলাবদ্ধতা নিরসন প্রকল্পের গতি বাড়ানোর তাগিদ
পরবর্তী নিবন্ধনিজের দাবি করে পাহাড় চূড়ায় উঠছে নিত্যনতুন সাইনবোর্ড