হোসেনুজ্জামান চেয়ারম্যান কদমতলী আন্তঃ ফুটবল টুর্নামেন্টে কদমতলী নাইট রাইডার্স (কেকেআর) টাইব্রেকারে ৪-৩ গোলে সেভেন ফাইটার্সকে পরাজিত করে। এর আগে নির্ধারিত সময়ের খেলাটি ১-১ গোলে অমিমাংসিত ছিল। ম্যাচের সেরা পুরষ্কার পান কদমতলী নাইট রাইডার্সের রিয়াদ ও সেভেন ফাইটার্সের গোলরক্ষক এসহাক। টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান জসিমুল হুদার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন ফটো সাংবাদিক আলাউদ্দিন হোসেন দুলাল। এসময় সাবেক কাউন্সিলর গোলাম মোহাম্মদ যোবায়ের, টুর্নামেন্ট উপদেষ্টা বদরুল হুদা মুরাদ, হুমায়ুন চৌধুরী, নুরুল আমিন হীরা, আকবর আলী নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।