কদমতলীতে দুর্ঘটনা, আওয়ামী লীগ নেতার মৃত্যু

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩ এপ্রিল, ২০২৪ at ১০:৫৭ পূর্বাহ্ণ

নগরের কদমতলী বায়তুশ শরফ মসজিদের সামনে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম (৭৬)। গতকাল দুপুরে জোহরের নামাজ শেষে বাসায় ফেরার পথে তাকে বহনকারী ফোর হুইলারকে ফ্লাইওভার থেকে আসা একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। এ সময় স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডবলমুরিং থানার ওসি ফজলুল কাদের পাটোয়ারী সাংবাদিকদের বলেন, নামাজ পড়ে ফোর হুইলার গাড়িতে চড়ে বাসায় যাওয়ার পথে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এ সময় গাড়িতে থাকা আওয়ামী লীগের এই নেতা গুরুতর আহত হন। পরে চমেক হাসপাতালে নেওয়া হলে তিনি আগেই মারা গেছেন বলে জানান চিকিৎসক। এ ঘটনায় উনি যে গাড়িতে চড়ে বাসায় যাচ্ছিলেন সেটি আটক করা হয়েছে। চালক পলাতক আছে। উনার পরিবারের কেউ মামলা না করলে আমরা মামলা করব। পুলিশ ও স্থানীয়রা জানান, বায়তুশ শরফ মসজিদে দুপুরে নামাজ পড়া শেষে উপস্থিত খেটে খাওয়া মানুষজনকে দানখয়রাত করেন আওয়ামী লীগ নেতা আবুল কাশেম। পরে একটি ফোর হুইলারে চড়ে বউবাজার এলাকার নিজ বাড়িতে যাচ্ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে ও দুই ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন তিনি। প্রবীণ এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।

এছাড়া মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও রামপুর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সবুর লিটনও গভীর শোক জানান।

পূর্ববর্তী নিবন্ধএম এ মান্নান স্মৃতি পরিষদের উদ্যোগে খাবার বিতরণ
পরবর্তী নিবন্ধচাক্তাই খাতুনগঞ্জ আড়তদার ব্যবসায়ী কল্যাণ সমিতির ইফতার মাহফিল