নগরের কদমতলী এলাকায় একটি ট্রান্সপোর্ট কোম্পানির অফিসে চুরি হয়েছে। চোরের দল অফিসের আলমিরা থেকে নগদ ১৮ লাখ টাকা নিয়ে গেছে। একই দিনে ওই অফিসের ভবনের উপরে থাকা এক নারীর বাসায়ও চুরি হয়েছে। সেখান থেকে ৯ লাখ ২০ হাজার টাকার স্বর্ণালঙ্কার ও নগদ এক লাখসহ চেক বই খোয়া যায়। গত বুধবার রাতে এ ঘটনা ঘটেছে। পরদিন বৃহস্পতিবার তারা চুরির ঘটনা আঁচ করতে পারে। গতকাল শুক্রবার এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
নিউ এস.এন ট্রেড এন্ড ট্রান্সপোর্টের স্বত্বাধিকারী দেবব্রত নাথ গতকাল সদরঘাট থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলাটি করেন।
সদরঘাট থানার ওসি গোলাম রব্বানী বলেন, পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলা রেকর্ড হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলার এজাহারে বলা হয়েছে, কদমতলীর ডিটি রোডের নিউ এস.এন ট্রেড এন্ড ট্রান্সপোর্ট নামের প্রতিষ্ঠানে ১৬ জন কর্মচারী কাজ করেন। একই ভবনের ৪র্থ তলায় থাকেন আব্দুল আজিজ ও রিনা আকতার নামে দম্পতিও। গত ১৬ আগস্ট প্রতিদিনের রাত সাড়ে ৮টায় অফিস বন্ধ করে সকলে বাসায় চলে যায়। পরের দিন ১৭ আগস্ট সকাল ১০টায় অফিসে প্রবেশ করে দেখতে পায় চুরির ঘটনা ঘটেছে। এ সময় তাৎক্ষণিক অফিসে থাকা স্টিলের আলমিরাতে নগদ ১৮ লাখ টাকা এবং অফিসে স্থাপিত সিসিটিভি ফুটেজের ডিবিআর নেই দেখেন কর্মচারীরা। পরে একই বিল্ডিংয়ে থাকা রিনা আকতারের (৩৬) বাসায় গিয়ে দেখেন তার বাসাও চুরি হয়েছে। ওই গৃহবধূর বাসার বেডরুমের একটি আলমারিতে থাকা কানের দুল, আংটি, হাতের ব্র্যাসলেটসহ ৯ ভরি ১৩ আনা ওজনের স্বর্ণালংকার, নগদ ১ লাখটাকাসহ চেকবই চুরি করে নিয়ে যায়। চোরেরা কৌশলে চতুর্থ তলা এবং পঞ্চম তলার বাসার জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে এ ঘটনা ঘটায়।