কদমতলীতে কনস্টেবলের মৃত্যুর ঘটনায় ট্রাক চালক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ৭ জানুয়ারি, ২০২৬ at ৪:৩৪ পূর্বাহ্ণ

নগরীর কদমতলীতে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য মুবিনুল ইসলাম নয়নের মৃত্যুর ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মো. হোসেন। ঘাতক ট্রাকটির চালক তিনি। গত সোমবার রাতে নগরীর পাহাড়তলীর নোয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ২ জানুয়ারি রাতে কনস্টেবল মুবিনুল ইসলাম নয়ন দামপাড়া পুলিশ লাইন্সের রিজার্ভ ব্যারাক থেকে মোটরসাইকেলযোগে কোতোয়ালী থানায় ডিউটির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে কদমতলী আর্টমাচ মোড়ে পৌঁছালে সিটি কর্পোরেশনের একটি ময়লার ডাম্প ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। গুরুতর আহত মুবিনুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে। গ্রেপ্তার ট্রাক চালক হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে ট্রাকটি জব্দ এবং হেলপারকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধজানে আলম হত্যাকাণ্ড নিয়ে বিএনপির দুইপক্ষের বিবৃতি
পরবর্তী নিবন্ধপাঁচলাইশে চার ভবনের নকশাবহির্ভূত অংশ ভেঙে দিল সিডিএ