কদমতলীতেও অবৈধ জর্দার কারখানা

৬০ লাখ টাকার কাঁচামাল ও মেশিনারি জব্দ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৩ অক্টোবর, ২০২০ at ৮:২০ পূর্বাহ্ণ

নগরীর কদমতলীর রওশন মসজিদ গলিতে ‘নাঈম কেমিকেল অ্যান্ড কোম্পানি’ নামের জর্দা তৈরির একটি অবৈধ কারখানার সন্ধান পেয়েছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের প্রিভেন্টিভ টিম। এ সময় টিমের সদস্যরা কারখানায় তল্লাশি চালিয়ে ৯৭০ কেজি জর্দা, জর্দা তৈরির কাঁচামাল ও মেশিনারি জব্দ করেন। যার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। প্রাথমিক মূল্যায়নে উদঘাটিত রাজস্ব ফাঁকির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা। গত বুধবার চলা এ অভিযানে নেতৃত্ব দেন ভ্যাট কমিশনারেটের উপ কমিশনার শাহীনূর কবির পাভেল। অভিযানের বিষয়ে বিস্তারিত জানাতে গতকাল বিকেলে সদরঘাট ভ্যাট সার্কেল অফিসে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের কোতোয়ালী সার্কেলের রাজস্ব কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল, সদরঘাট সার্কেলের মো. শাহীন আখতার ও নিবারক শাখার শফিকুর রহমান।
সংবাদ সম্মেলনে উপ-কমিশনার শাহীনূর কবীর পাভেল বলেন, কদমতলীর রওশন মসজিদ গলির একটি আবাসিক ভবনে মূল্য সংযোজন কর (ভ্যাট) লাইসেন্স ছাড়া সম্পূর্ণ অবৈধভাবে কার্যক্রম চালিয়ে আসছিলো। অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে জর্দা তৈরি বাজারজাত করে
আসছে ‘নাঈম কেমিকেল অ্যান্ড কোম্পানি’ নামের প্রতিষ্ঠানটি। কারখানার তৈরি প্রায় জর্দা কঙবাজার, টেকনাফে চালান দেয়া হতো বলে আমরা জানতে পেরেছি। ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হকের দিক নির্দেশনা ও অতিরিক্ত কমিশনার মো. কামরুজ্জামানের তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে কারখানাটিতে অভিযান চালিয়ে আমরা ৯৭০ কেজি জর্দা ও জর্দা তৈরির কাঁচামাল ও মেশিনারি জব্দ করা হয়। প্রতিষ্ঠানটি ভ্যাট নিবন্ধন ছাড়াই ব্যবসা পরিচালনা করায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ অনুযায়ী মামলাসহ আইনি ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এ ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
গত ১৯ অক্টোবর নগরীর চকবাজার থানাধীন চন্দনপুরা মাজার গলিতে একটি অবৈধ জর্দার কারখানায় অভিযান চালিয়ে সাত ট্রাক নকল জর্দা, জর্দার তৈরির উপকরণ ও মেশিনারি জব্দ করে ভ্যাট কাস্টমস। এরমধ্যে ছিল বিভিন্ন ব্র্যান্ডের নকল ও অবৈধ প্রায় ১২ হাজার ১০টি কৌটা, ৩ হাজার ৮৪০ প্যাকেট জর্দা, ৭২ বস্তা জর্দা তৈরির উপকরণ, ৪৬ বস্তা খালি কৌটা, দুটি জর্দা কৌটাজাত করার মেশিন, একটি প্যাকেজিং মেশিন ও জর্দা তৈরি ও মোড়কজাত করার বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। প্রাথমিক মূল্যায়নে প্রতিষ্ঠানটি এক কোটি ৩১ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করেছে মঙ্গলবার সংবাদ সম্মেলনে জানান ভ্যাট কমিশনার মো. এনামুল হক।

পূর্ববর্তী নিবন্ধহিমায়িত মৎস্য খাতে ধস, এক বছরে রপ্তানি কমেছে ৩শ’ কোটি টাকা
পরবর্তী নিবন্ধ৭৮৬